বিজেপি করার অপরাধে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ

  • বিজেপি করার অপরাধে বিজেপির বুথ সভাপতিকে মারধর
  • অভিযোগের তির তৃণমূলের দিকে
  • যদিও সমস্ত ঘটনার কথাই অস্বীকার করেছে তৃণমূল
  • ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ

বিজেপি করার অপরাধে মাথা ফাটিয়ে দেওয়া হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব এর কাছে। ওই ব্যক্তি সেখানকারই বিজেপির বুথ সভাপতি। আর সেই কারণেই মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অরিজিৎ কৈবর্ত দাস নামের ওই ব্যক্তি জানিয়েছেন ঘটনার দিন বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হঠাৎই তৃণমূলের বেশ কয়েকজন এসে তার ওপর  হামলা করে। মেরে মাথা ফাটিয়েও দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল পার্টি অফিসের সামনে বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয় বিজেপি করা চলবে না বলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও সমস্ত ঘটনার কথাই অস্বীকার করেছে তৃণমূল। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।


 

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে