সন্দেশখালির ঘটনাকে কলকাতায় আনার চেষ্টা বিজেপি-র। নিহত দুই দলীয় সমর্থকদের দেহ কলকাতায় নিয়ে আসা নিয়ে বিজেপি নেতা- কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। দেহ নিয়ে কলকাতার দিকে আসার সময় প্রথমে উত্তর চব্বিশ পরগনার মালঞ্চ মোড়ে বিজেপি নেতাদের আটকায় পুলিশ। রীতিমতো ব্যারিকেড গড়ে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। যার জেরে বিজেপি নেতাদের নিরাপত্তা রক্ষী এবং কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েই প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল নামে দুই নিহত সমর্থকের দেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়ে যান দিলীপ ঘোষরা। পরে অবশ্য মিনাখায় ফের দেহ আটকায় পুলিশ। শেষ পর্যন্ত দেহ ফিরিয়ে সন্দেশখালি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিজেপি নেতৃত্ব।