তৃণমূলের হামলার মোকাবিলায় হাতের কাছে ইট, বাঁশ, লাঠি মজুত করে রাখুন। প্রয়োজন হলেই তা হাতে তুলে নিন। তার পর বাকিটা বিজেপি নেতারা তা বুঝে নেবেন। এই ভাষাতেই বিজেপি কর্মীদের নির্দেশ দিতে শোনা গেল বীরভূমে দলের সভাপতি রামকৃষ্ণ রায়কে।
এ দিন বোলপুরে বিজেপি-তে যোগ দেন প্রায় দু' হাজার তৃণমূল সমর্থক। সেই সভা মঞ্চ থেকেই এমন নির্দেশ দিতে শোনা যায় ওই বিজেপি নেতাকে। পরে নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, "আমি এটা বলেছি কারণ যেখানে সেখানে যখন তখন তৃণমূলীরা বিজেপি-কে আক্রমণ করছে। গ্রামে আমাদের চারজন কর্মী হয়তো বসে আছেন, হঠাৎ তাঁদের উপরে আক্রমণ হচ্ছে। তাই বলছি, হাতের কাছে লাঠি, বাঁশ, পাথর রাখুন। অন্তত প্রতিহত করতে পারবেন।