মুকুল রায়ের দল পরিবর্তন নিয়ে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। এরই মাঝে ফের বিজেপিতে ভাঙন, এবার মালদহে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য । তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়েই তিনি তৃণমূলে যোগদান করেন। সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও অনেক কর্মী সমর্থকরাই। দলে যোগ দিয়ে অমল চন্দ্র সাহা জানান দলে যোগ দিয়ে তিনি গর্ববোধ করছেন।