জলপাইগুড়ির তৃণমূল সাংসদের উপর হামলার অভিযোগ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছ এলাকার ঘটনা। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সাংসদ জয়ন্ত রায় এবং তাঁর কর্মীদের উপর হামলার অভিযোগ। দলের কর্মীদের বাঁচাতে গিয়েই আহত হন তিনি। এই ঘটনায় গুরুতর আহত হন জয়ন্ত রায়। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।