সদ্য সাংসদ হয়েছেন। আর তাতেই যেন অতি উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্যেই অশালীন মন্তব্য করে বসলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পেত্নী' বলে কটাক্ষ করলেন তিনি। মঙ্গলবার নদিয়ার শিমুরালিতে দলীয় সভায় এই মন্তব্য করেন জগন্নাথবাবু।
লোকসভা ভোটের পর থেকেই এ রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরেম পৌঁছেছে। এই অবস্থায় রাজনৈতিক নেতারা এমন বিতর্কিত মন্তব্য করলে উত্তেজনার পারদ আরও চড়তে বাধ্য। সেসবের তোয়াক্কা না করেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করতে থাকেন বিজেপি সাংসদ।