স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃতমহোৎসব উপলক্ষ্যে 'হর ঘর তেরঙ্গা অভিযান'। বাঁকুড়ার নিত্যানন্দপুর গ্রামে পালন হল 'হর ঘর তেরঙ্গা অভিযান'। নেতৃত্বে ছিলেন বাঁকুড়ার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেন, 'আমার চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়'। সকল দেশবাসীকে 'হর ঘর তেরঙ্গা' উৎসব পালনের আবেদনও জানান তিনি।
স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃতমহোৎসব উপলক্ষ্যে 'হর ঘর তেরঙ্গা অভিযান'। বাঁকুড়ার নিত্যানন্দপুর গ্রামে পালন হল 'হর ঘর তেরঙ্গা অভিযান'। নেতৃত্বে ছিলেন বাঁকুড়ার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেন, 'আমার চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়'। সকল দেশবাসীকে 'হর ঘর তেরঙ্গা' উৎসব পালনের আবেদনও জানান তিনি।