আবেগের বশেই কি এমন কাণ্ড ঘটিয়ে ফেললেন? রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দে পুজাপাঠ চলল দলের কার্যালয়ে। তারপর হাতে অস্ত্র তুলে নিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি। তলোয়ার হাতে নিয়ে উদ্দাম নাচলেন তিনি। বিতর্ক তুঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর 'স্বপ্নপূরণ'। সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায়ের নিষ্পত্তি হয়ে গিয়েছে অযোধ্যা মামলার। 'বিতর্কিত জমি'তে রাম মন্দির তৈরিতে আর কোনও বাধা নেই। বুধবার ভুমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন উপেক্ষা করে দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই উৎসবে নয়া মাত্রা যোগ করলেন দলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি।