বিজেপি অফিস ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা নিউ টাউনে। নিউ টাউনের যাত্রাগাছিতে বিজেপি-র একটি পার্টি অফিস এ দিন হিডকোর আধিকারিকরা। হিডকো কর্তৃপক্ষের অভিযোগ, ওই অফিসটি সরকারি জমির উপরে বেেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। পার্টি অফিস ভাঙার জন্য পুলিশ এবং বুলডোজারও নিয়ে যাওয়া হয়।
খবর পেয়েই এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। রাস্তার উপর বসে পড়ে পার্টি অফিস ভাঙতে বাধা দেন তাঁরা। বিজেপি-র অভিয়োগ, আদালতের কোনও নির্দেশ ছাড়াই বহু বছরের পুরনো পার্টি অফিস ভাঙতে এসেছে হিডকো। অথচ তার পাশেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থাকলেও তা ভাঙা হবে না বলে জানিয়েছেন হিডকোর অফিসাররা।