কার্যত লকডাউনের মধ্যেই খোলা পঞ্চায়েত অফিস। সেখানেই দুর্নীতি চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের গড়শিকা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত অফিসেই তালা ঝুলিয়ে দেওয়া হয়। তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা মন্ডল জানিয়েছেন অফিস কাজ চলছে। এমনটাই অর্ডার রয়েছে বলেও তিনি জানিয়েছেন।