বস্ফোরক মন্তব্য করতে জুড়ি নেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ফের একবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে গেরুয়া শিবিরের এই নেতা। নদিয়ার রাণাঘাটে এক জনসভায় এনআরসির যারা বিরোধিতা করছেন তাঁদের গুলি করে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। টেনে নিয়ে আসলেন বিজেপি শাসিত দুই রাজ্য অসম ও উত্তরপ্রদেশ সরকারের উদাহরণ।
বস্ফোরক মন্তব্য করতে জুড়ি নেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ফের একবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে গেরুয়া শিবিরের এই নেতা। নদিয়ার রাণাঘাটে এক জনসভায় এনআরসির যারা বিরোধিতা করছেন তাঁদের গুলি করে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। টেনে নিয়ে আসলেন বিজেপি শাসিত দুই রাজ্য অসম ও উত্তরপ্রদেশ সরকারের উদাহরণ।
জনসভা থেকে মুখ্যমন্ত্রীকেও ফের আক্রমণ শানান দিলীপ। বলেলন দিদিমণি এরাজ্যের এক্সপায়ারি মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাতজোড় করে দাঁড়িয়ে থাকেন। দিল্লিতে অপেক্ষা করেন প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার জন্য। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।