নদী পারাপার করতে গিয়ে পিয়ালী নদীতে নৌকাডুবি। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের দাবি, নৌকাডুবিতে নিখোঁজ একাধিক। সূত্রের খবর, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই দুর্ঘটনা। মেরিগঞ্জ গ্রাম থেকে মহিষমারি যাওয়ার পথে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় প্রশাসনের দিকেই আঙুল তুলেছে সেখানকার মানুষ। অনেক বলেও সেখানে কোনও সেতু তৈরি হয়নি। নৌকা করেই তাই পারাপার করতে হয় সেখানে। সেই নৌকা উল্টে এই দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ সেখানকার মানুষ।
নদী পারাপার করতে গিয়ে পিয়ালী নদীতে নৌকাডুবি। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের দাবি, নৌকাডুবিতে নিখোঁজ একাধিক। সূত্রের খবর, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই দুর্ঘটনা। মেরিগঞ্জ গ্রাম থেকে মহিষমারি যাওয়ার পথে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় প্রশাসনের দিকেই আঙুল তুলেছে সেখানকার মানুষ। অনেক বলেও সেখানে কোনও সেতু তৈরি হয়নি। নৌকা করেই তাই পারাপার করতে হয় সেখানে। সেই নৌকা উল্টে এই দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ সেখানকার মানুষ।