নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার আক্রা। নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে চলে অবরোধ। বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ শাখার আপ ও ডাউন লাইনে রেল চলাচল।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার আক্রা। নুঙ্গি ও আক্রা স্টেশনের মাঝে চলে অবরোধ। বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ শাখার আপ ও ডাউন লাইনে রেল চলাচল।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ চলছে রাজ্যের নানা প্রান্তে। ক্রমেই তা ছড়াচ্ছে দাবানলেনর মত। এদিন বিক্ষুব্ধরা আন্দোলনের নামে আকড়া স্টেশনের টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় স্টেশন ও ট্রেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করেও পাছর ছোড়া হয়। তাতে জখম হন বেষ কয়েকজন পুলিশকর্মী।