বিয়ে সেরে ফেরার পথে বিপত্তি। পূর্ব বর্ধমানের আউশগ্রামে নব দম্পতিকে নিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি গাড়ি। পুকুরে জল কম থাকায় বরাতজোরে প্রাণে বাঁচেন নব দম্পতি-সহ গাড়ির বাকি আরোহীরা। পুলিশ আহতদের উদ্ধার করে বোলপুরের সিয়ান হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বর্ধমান থেকে বোলপুরগামী এনএইচটুবি জাতীয় সড়কের উপরে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে সবমিলিয়ে ছ'জন আরোহী ছিলেন। বর্ধমানের ভাতারের ডাংসারা থেকে বীরভূমের পাড়ুইয়ে যাচ্ছিল গাড়িটি। সকাল সাড়ে দশটা নাগাদ আউশগ্রামের ভিটি ডাঙালের কাছে নিয়ন্ত্রণে হারিয়ে সেটি রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে।