কয়লা পাচার মামলায় আজ সিবিআই তল্লাশি চালায় বিধায়ক মলয় ঘটকের একাধিক বাড়ি, এরপর আজই সাংবাদিক সম্মেলনে মলয় ঘটক দুষলেন বিজেপিকে
আজ সিবিআই তল্লাশি চালায় বিধায়ক মলয় ঘটকের বাড়ি | এর পর সাংবাদিক সম্মেলনে বসে প্রশ্নের উত্তর দেন তিনি | তিনি জানান মোট তিনটি জায়গায় সকাল ৮টা থেকে সিবিআই তল্লাশি চালায় | 'বাড়িতে যত কাগজ পত্র ফাইল সব ঘেঁটে দেখে সিবিআই'- মলয় | 'ভোটের কারনে চিঠি দেওয়ার সত্ত্বেও আমি সিবিআই দপ্তরে যেতে পারিনি '-মলয় | এছাড়াও তিনি জানান তিনি সিবিআই কে সমস্ত রকম সাহায্য করতে রাজি | 'বিজেপি কর্মী ছাড়া আসানসোলের একটা লোক যদি বলে আমি কয়লা পাচারে যুক্ত, আমি রাজনীতি ছেড়ে দেব'- মলয়