বৃহস্পতিবার ববিতার বয়ান রেকর্ড করল সিবিআই। প্রায় ৫ ঘণ্টা ধরে সিবিআই দফতরে ছিলেন ববিতা। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ জমা করেছেন ববিতা
বৃহস্পতিবার ববিতার বয়ান রেকর্ড করল সিবিআই। প্রায় ৫ ঘণ্টা ধরে সিবিআই দফতরে ছিলেন ববিতা। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ জমা করেছেন ববিতা
কোচবিহারের ববিতা সরকারের করা মামলাতেই বিপাকে অনেকে। এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে মামলা ববিতার। তাঁর করা মামলার ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তদন্তের নির্দেশ দেন। ববিতার করা মামলার প্রেক্ষিতেই শুরু হয়েছে সিবিআই তদন্ত। এসএসসি নিয়োগ দুর্নীতিতে পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ববিতা।