হরিশচন্দ্রপুরে চলছে ল্যান্ড মাফিয়া-রাজ। তাতেই একরকম অতিষ্ঠ সেখানকার মানুষ। এবার তাই নিয়েই মুখ খুললেন চন্দ্রনাথ। এর আগে অক্টোবর মাসে প্রকাশ্যে আসে একটি ভিডিও। ভিডিওতে উঠে আসে মাফিয়াদের দৌরাত্মের ছবি। যার জেরে গলায় ফাঁস লাগানোর চেষ্টা বৃদ্ধ চন্দ্রনাথের। হরিশচন্দ্রপুর থানার সামনেই ঘটে এই ঘটনা। এবার আরও একবার এমনই ঘটনার ছবি প্রকাশ্যে। বারবার একই ঘটনায় আঙুল উঠেছে পুলিশের দিকে। সব জেনেও পুলিশ চুপ করে আছে বলে অভিযোগ। অভিযোগ তুলে সরব হলেন চন্দ্রনাথ।