হঠাৎই বদলে গেল দিঘার সমুদ্রের জলের রং। সমুদ্রের জলের এমন রং বদল দেখে স্নান করতেও নামলেন না অনেক পর্যটক। বৃহস্পতিবার বিকেল থেকে ওল্ড দিঘা এবং নিউ দিঘা, সর্বত্রই জলের এই রং বদল চোখে পড়ে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। স্থানীয়রাও দাবি করেন, সমুদ্রের জলের এমন রং বদল অতীতে তাঁদের চোখে পড়েনি। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কোনওভাবে কাদা জল ভেসে এসে এই ঘটনা ঘটেছে। তবে শুক্রবার সকালে অনেকটাই স্বাভাবিক হয়ে যায় সমুদ্রের জলের রং। পর্যটকরাও অনেকটা নিশ্চিন্ত হয়ে সমু্দ্রে নামেন। তবে সমু্দ্র উত্তাল হওয়ার আশঙ্কায় বার বার পর্যটকদের সতর্ক করে দেয় পুলিশ।