আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ছট পুজো, ছট পুজোর উপকরণ হিসেবে রকমারি ফল ছাড়াও থাকে খেছুরি ও ঠেকুয়া । এদিন পুজোর প্রসাদ খেজুরী তৈরিতে ব্যস্ত ছিলেন জলপাইগুড়ির গৃহবধূরা |
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ছট পুজো, ছট পুজোর উপকরণ হিসেবে রকমারি ফল ছাড়াও থাকে খেছুরি ও ঠেকুয়া । আটা,ময়দা,ঘি ও রকমারী মশলা দিয়ে তৈরী হয় এই খেছুরি ও ঠেকুয়া । এদিন খেজুরী তৈরিতে ব্যস্ত ছিলেন জলপাইগুড়ির গৃহবধূরা