কিছুদিন আগেই বোলপুরে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অমিত শাহ রোড শো করেছেন সেখানেই। তার রেশ কাটতে না কাটতেই এবার বোলপুরের পথে মুখ্যমন্ত্রী। বোলপুরে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর মোড় থেকে জামবুনি মোড় পর্যন্ত পদযাত্রা। অসংখ্য নেতা-নেত্রীরা পা মিলিয়েছেন সেই পদযাত্রায়। সেখানকার রাস্তায় নেমেছে মানুষের ঢল। বাংলা ও বাঙালির মনে আজও রয়েছে তৃণমূল। সেই কথাই আবারও উঠে আসছে। মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমেছে সেখানে জনসাধারণের।