প্রধানমন্ত্রীর হাতে জ্বলে উঠেছিল ‘স্বর্ণিম বিজয় মাশাল’। ২০২০ সালের ১৬ ডিসেম্বর জ্বালানো হয় বিজয় মশালটি। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয় হয় ভারতের। সেই জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় মাশালটি জ্বালান প্রধানমন্ত্রী। তারপর থেকেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছে মশালটি। এবার সেই মশালই পৌঁছোল জম্মু-কাশ্মীরে চিনারকর্পস রামবানে। সেখানে মশালটিকে বিশেষভাবে স্বাগত জানান হয়।