ত্রিকোন প্রেমের জেরে খুন সিভিক ভলান্টিয়ার ! উদ্ধার দেহ

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার করা হয় সিভিক ভলান্টিয়ার মঞ্জির ঔরঙ্গজেবের ঝুলন্ত দেহ। মালদার চাঁচলের গোপালপুরের বাসিন্দা মঞ্জির। 

ত্রিকোন প্রেমের জেরে খুন সিভিক ভলান্টিয়ার! এমনই অভিযোগ উঠল মালদার চাঁচলের গোপালপুর গ্রামের মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের পক্ষ থেকে। বৃহস্পতিবার বাড়ির পাশের এক আমবাগান থেকে সিভিক ভলান্টিয়ারের  মঞ্জির ঔরঙ্গজেবের  ঝুলন্ত দেহ পাওয়া যায়। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের অভিযোগ খুব করা হয়েছে মঞ্জিরকে।
 
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার করা হয় সিভিক ভলান্টিয়ার মঞ্জির ঔরঙ্গজেবের ঝুলন্ত দেহ। মালদার চাঁচলের গোপালপুরের বাসিন্দা মঞ্জির। জানা যাচ্ছে গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন বছর ২৫-এর মঞ্জির। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে মঞ্জিরকে বাড়িতে এসে হুমকি দিয়েছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। তাঁকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্যও জোর করেন ওই মহিলা। গতকাল সকালে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মঞ্জির। তারপরই আজ সকালে একটি আমবাগান থেকে মঞ্জিরের দেহ উদ্ধার হয়। 
পরিবারের অভিযোগ ত্রিকোন প্রেমের জেরেই খুন করা হয়েছে মঞ্জিরকে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ। 
 

02:23দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো06:48Shantipur : সামান্য ডিম চুরি সন্দেহে এত বড় কাণ্ড! কিশোরীকে পুকুরে চুবিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ১02:19বাংলাদেশের ঘটনা নিয়ে মমতাকে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা ক্ষোভ উগরালেন কুণাল ঘোষ03:00‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ তৃণমূলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, দেখুন02:37‘বাংলাদেশের এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট