চুলেই নারীর সৌন্দর্য প্রকাশ পায়। ক্যানসার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পরে অনেক রোগীর মাথার চুল উঠে যায়। ফলে ক্যানসার আক্রান্ত মহিলারা সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে ভেঙে পড়েন। তাই নিজের মাথার চুল ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করল নবম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর নাম মেঘনা মুখার্জি। ইংরেজবাজার শহরের চিন্তামণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। মেঘনার বাবা সুবীর মুখার্জি হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা ব্যাংকের ম্যানেজার। মেঘনা তার চুলের ১২ ইঞ্চি কেটে খড়্গপুরের হেয়ার ডোনেশন ক্যাম্পে দান করে। ক্যান্সার আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলে জানায় মেঘনা। নবম শ্রেণীর ছাত্রীর এই মানবিক ভাবনা দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজের বুকে।
চুলেই নারীর সৌন্দর্য প্রকাশ পায়। ক্যানসার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পরে অনেক রোগীর মাথার চুল উঠে যায়। ফলে ক্যানসার আক্রান্ত মহিলারা সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে ভেঙে পড়েন। তাই নিজের মাথার চুল ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করল নবম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর নাম মেঘনা মুখার্জি। ইংরেজবাজার শহরের চিন্তামণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। মেঘনার বাবা সুবীর মুখার্জি হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা ব্যাংকের ম্যানেজার। মেঘনা তার চুলের ১২ ইঞ্চি কেটে খড়্গপুরের হেয়ার ডোনেশন ক্যাম্পে দান করে। ক্যান্সার আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলে জানায় মেঘনা। নবম শ্রেণীর ছাত্রীর এই মানবিক ভাবনা দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজের বুকে।