সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এগুলো আগেই মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। আজকে মন্ত্রিসভায় চূড়ান্ত সম্মতি বা সিলমোহর পড়ল।
সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এগুলো আগেই মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। আজকে মন্ত্রিসভায় চূড়ান্ত সম্মতি বা সিলমোহর পড়ল। সেই মোতাবেক সমস্ত বিশ্ব বিদ্যালয় রাজ্যের উচ্চ শিক্ষা দফতর ছাড়াও প্রাণী সম্পদ বিভাগের বিশ্ববিদ্যালয় কৃষি দফতর, প্রাণী সম্পদ উন্নয়ন দফতর এবং স্বাস্থ্য দফতরের অধীনে যে বিশ্ব বিদ্যালয় গুলি রয়েছে সেগুলির আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী, তেমনই অনুমোদন দিয়েছে রাজ্যমন্ত্রিসভা। ভিজিটর তো রুলেই আছে- শিক্ষা মন্ত্রীকে রাখা হয়েছে ভিজিটর পদে। এতেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। স্কুল শিক্ষায় কমিশন আনার বিষয়ে ব্রাত্য বসু বলেন, এখনো চূড়ান্ত রূপরেখা হয়নি। এরকম একটা ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হলে জানান হবে বলেও জানিয়েছেন তিনি। গত ২৬ মে রাজ্যমন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার জন্য বিধানসভায় নতুন বিল আনবে। অর্থাৎ আইন সংশোধন করতে চাইছে রাজ্য সরকার। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেওয়ার পরই গোটা বিষয়টি সম্পর্কে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।