সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আরও একবার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে বারাসতের কাছারি ময়দান পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার পদযাত্রা করেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আরও একবার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে বারাসতের কাছারি ময়দান পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। এর আগেও সিএএ-র প্রতিবাদে একাধিকবার পথে নামতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। এরাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব আইন লাগু হবে না বলে ফের একবার আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটেন লক্ষাধিক মানুষ।