উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তিনি। কোচবিহারে এখন রাস উৎসব চলছে। সেই উৎসবেই যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে এদিন দুপুরে কোচবিহারে শহরে কর্মিসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে উত্তরবঙ্গে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি আবার একসময়ে তৃণমূল কংগ্রেসেরই যুবনেতা ছিলেন। এদিন কর্মিসভায় কোচবিহারে দলের নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, 'দল কারও জন্য বিষ পান করবে না।' মুখ্যমন্ত্রীর আক্ষেপ, এখন যেভাবে জেলার নেতারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন, 'ছ'মাস আগে তা করলে ভোটে ভরাডুবি হত না।'