রেল গেট খোলা, নিশ্চিন্ত মনে যাত্রীবাহী বাস নিয়ে লেভেল ক্রসিং পেরোতে গিয়েছিলেন চালক। কিন্তু ততক্ষণে প্রায় বাসের ঘাড়ের কাছে চলে পড়েছে ডাউন মা তারা এক্সপ্রেস। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত বাস পিছিয়ে এনে বড় দুর্ঘটনা এড়ানো গেল পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশনের কাছে। সোমবার বিকেলে ৫.১৫ নাগাদ এমনই কাণ্ডের সাক্ষী থাকলেব স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোদ, লেভেল ক্রসিং দিয়ে এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথা থাকলেও গেট বন্ধ করা হয়নি। তাই পথচারীরাও অনেকেই নিশ্চিন্ত হয়ে লাইন পেরোচ্ছিলেন। আচমকাই এক্সপ্রেস ট্রেনটিকে ছুটে আসতে দেখেন তাঁরা। সেই সময়ই একটি বড় যাত্রীবাহী বাস গেট খোলা পেয়ে রেল লাইনের উপরে চলে আসে। পথচারীরা ট্রেন আসছে বলে বাস চালককে সতর্ক করেন। কোনওক্রমে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার জন্য রেলের গাফলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা।