লকডাউনের মঝেই অন্তঃসত্ত্বা মহিলার গাড়ি আটক করে টাকা আদায় করল পুলিশ। শুক্রবার লকডাউনের মাঝেই এই ঘটনা ঘটে। জিয়াগঞ্জ থানার বাগডোগরা এলাকার ঘটনা। ডাক্তার দেখিয়ে ফিরছিলেন দু'জন অন্তঃসত্ত্বা মহিলা। পথে গাড়ি আটকে প্রথমে গাড়ির কাগজ-পত্র দেখতে চায় পুলিশ। অভিযোগ কাগজ-পত্র দেখার পরেই এক হাজার টাকা চায় পুলিশ। হাজার টাকা না থাকায় দু'শো টাকায় রফা হয় পুলিশের সঙ্গে। দীর্ঘদিন ধরে এমনটাই চলছে বলে সেখানকার মানুষজনের অভিযোগ।