তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। ত্রাণ বিলি করতে গেলে বাধা দেওয়া হয় বিজেপি কর্মীদের। এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। এমনকি তাদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সেখানে আহত হয় উভয় দলেরই কম করে ১০ জন কর্মী। ঘটনায় আহত ১জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।