লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোট না করাটা ভুল হয়েছিল। প্রকাশ্য জনসভাতেই ফের একবার স্বীকার করে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে বুঝিয়ে দিলেন, লোকসভাতে না হলেও আগামী নির্বাচনগুলিতে এরাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই নির্বাচনী লড়াইতে নামবেন তাঁরা। সোমবার মেদিনীপুর শহরে সিপিআইএমের শতবর্ষ পূর্তি এবং সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতা উপলক্ষে আয়োজিত সভায় ফের একবার বিষয়টি স্পষ্ট করে দিলেন সূর্যকান্ত মিশ্র। বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, 'তৃণমূল- বিজেপি একে অপরের দোসর, বিজেপি-কে দিয়ে তৃণমূল বা তৃণমূলকে দিয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করা যায় না। লোকসভা নির্বাচনে আমাদের ভাবনা সঠিক ছিল, কিন্তু তা প্রয়োগ করা যায়নি। সেটা এবার প্রয়োগ করতে করতে হবে, এটাই আমরা শিক্ষা নিয়েছি।'
সূর্যকান্তবাবু অবশ্য স্বীকার করে নিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়, আসন ,সমঝোতার পথেই হাঁটবেন তাঁরা। ঠিক যে ফর্মুলায় রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনে লড়ছে বাম এবং কংগ্রেস। করিমপুর আসনে লড়াই করে কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করছে বামেরা।