নারী-সুরক্ষা ও স্বাধীনতাকে সম্মান জানাতে বাবা-মেয়ের সাইকেল ব়্যালি, দেখুন সেই ছবি

নারী দিবসে সাইকেল ব়্যালি করলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে তথা অভিনেত্রী দেবলিনা কুমার। ত্রিধারা সম্মিলনী থেকে ব়্যালি শুরু হয়ে শেষ হয় গড়িয়াহাট মোড়ে। নারী দিবসে নারী সুরক্ষা এবং স্বাধীনতার বার্তা দিতে এই সাইকেল ব়্যালির আয়োজন বলে জানান দেবাশিস কুমার। 

নারী দিবসে এক অভিনব উদ্যোগ রাসবিহারির বিধায়ক দেবাশিস কুমারের। মেয়ে তথা অভিনেত্রী দেবলীনা কুমারকে সঙ্গে নিয়ে করলেন সাইকেল ব়্যালি। বালিগঞ্জের ত্রিধারা সম্মিলনি থেকে শুরু হয়ে এই ব়্যালি পৌঁছয় গড়িয়হাটের মোড় পর্যন্ত। কিলোমিটার খানেক এই সাইকেল ব়্যালি-কে আসলে প্রতীকী রূপে ব্যবহার করে নারী দিবসে সকল নারীকে সম্মান জানানোই ছিল লক্ষ্য। এমনই প্রতিক্রিয়া দিয়েছেন দেবাশিস কুমার। সাইকেল ব়্যালিতে অংশ নেওয়া অধিকাংশ মহিলাদের পরণে ছিল গোলাপী রঙের পোশাক। এছাড়াও ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। অন্তত শখানেক মানুষ এই ব়্যালিতে অংশ নিয়েছিলেন। নারী দিবস মানে শুধুই যে নারী স্বাধীনতাকে সম্মান করা সেটাও যেমন ঠিক, তেমনি নারীদের শিক্ষা থেকে শুরু করে তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের সমাজের বুকে শীর্ষে তুলে ধরাটাও প্রয়োজন বলে ব়্যালিতে অংশ নেওয়া অনেকেই মত প্রকাশ করেন। তাই নারীদিবস একটা দিনের সেলিব্রেশন হতে পারে, কিন্তু নারী স্বার্থ সুরক্ষায় সমাজের সকলকেই রোজ কথা বলতে হবে এবং উদ্যোগী হতে বলেও অনেকে জানান। 

04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে07:45'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর03:19South 24 Parganas News Today: সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও!02:15Bangladesh : শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা, দেখুন03:10'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে' বাংলাদেশকে ধুয়ে দিলেন লকেট01:56‘তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলের ধুয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী01:32Basanti Bomb News : সাঙ্ঘাতিক! ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা ৬টি বোমা! ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ