স্কুলের নবীন বরণ উৎসব আর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই উপলক্ষেই স্কুলের মধ্যেই বসেছে জলসার আসর। রীতিমতো চটুল হিন্দি গানের সঙ্গে ছাত্রছাত্রীদের উদ্দাম নাচ। হাজির শিক্ষক- শিক্ষিকারাও। গত ১২ জুলাই এমন কাণ্ডই ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি হাই স্কুলে। অনুষ্ঠানের সময়ে ছাত্রছাত্রীদের উদ্দাম নাচের এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রবল সমালোচনা শুরু হয়েছে। ক্ষুব্ধ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও।
ঘটনার কথা স্বীকার করে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সুখেন সাহার দাবি, 'মূল অনুষ্ঠান শেষে শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরাই শিল্পীকে গান গাইতে অনুরোধ করে এবং তাদের মত করে আনন্দ করে। বিষয়টি আমাদের জানা ছিল না।' ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে তাদের নজর রাখা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।