বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় স্বজনহারা বাংলা। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দার্জিলিং তাকদার সতপাল-এর। সতপাল রাই ছিলেন বিপিন রাওয়াতের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন তাকদায় যান গৌতম দেব। গৌতম দেব সৎপাল রাই-এর পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়াও সেখানে যান গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। সতপালের পরিবারের সঙ্গে দেখা করেন বিমল গুরুং-এর স্ত্রী আশা গুরুং।
বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় স্বজনহারা বাংলা। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দার্জিলিং তাকদার সতপাল-এর। সতপাল রাই ছিলেন বিপিন রাওয়াতের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন তাকদায় যান গৌতম দেব। গৌতম দেব সৎপাল রাই-এর পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়াও সেখানে যান গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। সতপালের পরিবারের সঙ্গে দেখা করেন বিমল গুরুং-এর স্ত্রী আশা গুরুং।