মাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই মেয়ের বিরুদ্ধে। শনিবার সকালে স্থানীয় পুকুর থেকে কল্পনা দে সরকার রায় নামে এক স্কুল শিক্ষিকার মৃতদেহ উদ্ধার হতেই উত্তেজিত বাসিন্দারা দুই মেয়েকে বাড়িতে ঢুকে ব্যাপক গণপিটুনি দেয়। অভিযোগ দুই মেয়েই মায়ের উপরে নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার করত। প্রতিবেশীরা বারণ করলেও তারা শুনত না। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দেবীনগর রামকৃষ্ণপল্লিতে। রায়গঞ্জ থানার পুলিশ দুই মেয়েকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। দুই মেয়ের মধ্যে একজন নাবালিকা। পাশাপাশি ওই শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা কল্পনাদেবী অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু তাঁর দুই মেয়ে মায়ের বিষয়টি কাউকে জানায়নি, পুলিশেও অভিযোগ দায়ের করেনি তারা। এলাকাবাসীর দাবি, দুই মেয়ে মাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মৃতার দুই মেয়ে। তাদের দাবি, মাঝেমধ্যেই কল্পনাদেবী বাপের বাড়ি চলে যেতেন। এবারও তিনি সেখানেই গিয়েছিলেন বলে ভেবেছিল তারা।