'অভিষেককে চড়' কান্ডে অভিযুক্ত ছিল দেবাশীষ আচার্য। বর্তমানে তমলুকের বিজেপি নেতা হিসাবে পরিচিত সে। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা গিয়েছিল। কনিষ্ক পন্ডার সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরালও হয়। 'চড়' কান্ড নিয়ে অভিষেককে কটাক্ষ করতেও শোনা যায় তাঁকে। এবার তাঁরই রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল তমলুকে। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর শরীরের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলেও জানা গিয়েছে।