পুজোয় উত্তরাখন্ডে গিয়েছিলেন বহু বাঙালি। সেখানে গিয়েই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন তাঁরা। সেখানে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে ১১ জনের মৃত্যু হয়। উত্তরাখণ্ডে সুন্দরডুঙ্গা থেকে উদ্ধার হয় ৫ জনের মৃতদেহ। অবশেষে কলকাতায় ফিরল পাঁচ অভিযাত্রীর কফিনবন্দি দেহ। সোমবার ৫ জনের দেহ উত্তরাখণ্ড থেকে ফিরেছে কলকাতায়, তাঁদের মধ্যে রয়েছে সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাস। এদিন কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া মৃতদের পরিবারে।
পুজোয় উত্তরাখন্ডে গিয়েছিলেন বহু বাঙালি। সেখানে গিয়েই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন তাঁরা। সেখানে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে ১১ জনের মৃত্যু হয়। উত্তরাখণ্ডে সুন্দরডুঙ্গা থেকে উদ্ধার হয় ৫ জনের মৃতদেহ। অবশেষে কলকাতায় ফিরল পাঁচ অভিযাত্রীর কফিনবন্দি দেহ। সোমবার ৫ জনের দেহ উত্তরাখণ্ড থেকে ফিরেছে কলকাতায়, তাঁদের মধ্যে রয়েছে সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাস। এদিন কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া মৃতদের পরিবারে।