কোচবিহারের রাস্তায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ। সৌমিত্র খাঁ এবং জন বার্লার কুশপুতুল দাহ করে চলল বিক্ষোভ। কোচবিহারের একাধিক জায়গায় চলে বিক্ষোভ। তৃণমূল ছাত্রপরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেস এদিন বিক্ষোভ দেখায়। বাংলাকে ভাগ না করার দাবি তুলেই বিক্ষোভ দেখান তাঁরা। একইসঙ্গে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।