কারেন্ট চাই-জল চাই দাবি তুলে বিক্ষোভ, রাস্তায় নামলেন মহিলা থেকে শিশুরা

 আসানসোলের রাস্তায় মিছিল। মিছিলে পা মিলিয়েছে পড়ুয়ারা। সেখানেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিড়ের মধ্যেই পড়ুয়ারা। তাও আবার স্কুল ড্রেস পরে। শুধু মিছিলই নয়। আসানসোলের ব্যস্ততম এলাকা ভগত সিং মোড়ে মাটিতে বসে রাস্তা অবরোধ ও করতে দেখা গেল তাদের। দাবি জল চাই, আলো চাই। আন্দোলনকারী তথা তৃণমূলীদের কথায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শামিল তারা। জল আলো বাচ্চা দের ও দরকার তাই তারাও আন্দোলনে শামীল হয়েছে। শুধু তাই নয়। আন্দোলনে শামিল মহিলারা জানান...দীর্ঘদিন ধরে আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কর্মীদের বাড়িতে আলো নেই, জল নেই। বন্ধ পড়াশুনা। তাই কোভিড বিধি উপেক্ষা করে আন্দোলনে শামিল তারা। বলছেন জল না পেলেও মরতে হবে আর কোভিড না মানলেও মরতে হবে। তাই এত জমায়েত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোভিড বিধি মানতে বলছেন এমনকি নাইট কারফু জারি করেছেন, কোভিডের কারণে স্কুল বন্ধ রেখেছেন সেখানে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এই আন্দোলন, আর তাই নিয়েই এখন উঠেছে প্রশ্ন।

 আসানসোলের রাস্তায় মিছিল। মিছিলে পা মিলিয়েছে পড়ুয়ারা। সেখানেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিড়ের মধ্যেই পড়ুয়ারা। তাও আবার স্কুল ড্রেস পরে। শুধু মিছিলই নয়। আসানসোলের ব্যস্ততম এলাকা ভগত সিং মোড়ে মাটিতে বসে রাস্তা অবরোধ ও করতে দেখা গেল তাদের। দাবি জল চাই, আলো চাই। আন্দোলনকারী তথা তৃণমূলীদের কথায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শামিল তারা। জল আলো বাচ্চা দের ও দরকার তাই তারাও আন্দোলনে শামীল হয়েছে। শুধু তাই নয়। আন্দোলনে শামিল মহিলারা জানান...দীর্ঘদিন ধরে আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কর্মীদের বাড়িতে আলো নেই, জল নেই। বন্ধ পড়াশুনা। তাই কোভিড বিধি উপেক্ষা করে আন্দোলনে শামিল তারা। বলছেন জল না পেলেও মরতে হবে আর কোভিড না মানলেও মরতে হবে। তাই এত জমায়েত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোভিড বিধি মানতে বলছেন এমনকি নাইট কারফু জারি করেছেন, কোভিডের কারণে স্কুল বন্ধ রেখেছেন সেখানে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এই আন্দোলন, আর তাই নিয়েই এখন উঠেছে প্রশ্ন।

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে