মঙ্গলবার বিকেলে মালবস্তিতে দুই দাতাল হাতির তুমুল লড়াই বাঁধে। জঙ্গলের মাঝে দুই হাতির ভয়াবহ লড়াই। করোনা কালে মাস্ক না পরেই লড়ছে দুই হাতি। মাস্ক কই, হাতিদের উদ্দেশ্যে প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের। মালবস্তিতে দুই দাঁতালের লড়াই দেখতে ভিড় জমে। সেখানে হাতির উদ্দেশ্যে প্রশ্ন করতে শোনা যায় মাস্ক কোথায়। কেউ আবার সেখানে বলে ওঠেন খেলা হবে। এভাবেই বেশ কিছুক্ষণ লড়াই চলার পর নেওড়া রেঞ্জের বনকর্মীরা এসে দাতাল দুটিকে পটকা ফাটিয়ে ফের জঙ্গলে পাঠিয়ে দেয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, সংঙ্গিনি দখলের লড়াইয়ে এমনটাই হয়। জঙ্গলেও সব বন্যপ্রানীরা এভাবেই সঙ্গিনী কে কাছে পেতে একে অপরের সঙ্গে লড়াই করে।