চোখের নিমেষেই সব শেষ! কার্যত মুহুর্তের মধ্যে স্মৃতিতে পরিণত হল সবকিছু। গঙ্গার ভাঙন আচমকা শীতের মরশুমে ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সংলগ্ন সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন অংশে।
চোখের নিমেষেই সব শেষ! কার্যত মুহুর্তের মধ্যে স্মৃতিতে পরিণত হল সবকিছু। গঙ্গার ভাঙন আচমকা শীতের মরশুমে ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সংলগ্ন সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন অংশে। যার মধ্যে শিবপুরের অবস্থা সবচেয়ে শোচনীয় এই মুহূর্তে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এক পলকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেল আস্ত লক্ষ্মী মন্দির। তারপর থেকেই রাক্ষুসে গঙ্গা নতুন করে এলাকায় ঢুকতে শুরু করেছে। ঐ লক্ষ্মী মন্দিরটি এলাকার একমাত্র পূজার্চনার জায়গা। কিন্তু এক নিমেষে গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভাঙ্গন শুরু হতেই আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বহরমপুরে একটি প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধ নিয়ে নানান কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি এলাকার বিধায়কদের গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে বসতবাড়ি গুলি সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো প্রতিকার এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে দাবি গ্রামবাসীদের।