Ganges erosion: চোখের নিমেষে তলিয়ে গেল আস্ত মন্দির, দেখে নিন রোমহর্ষক সেই ভিডিও

চোখের নিমেষেই সব শেষ! কার্যত মুহুর্তের মধ্যে স্মৃতিতে পরিণত হল সবকিছু। গঙ্গার ভাঙন আচমকা শীতের মরশুমে ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সংলগ্ন  সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন অংশে।
 

চোখের নিমেষেই সব শেষ! কার্যত মুহুর্তের মধ্যে স্মৃতিতে পরিণত হল সবকিছু। গঙ্গার ভাঙন আচমকা শীতের মরশুমে ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সংলগ্ন  সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন অংশে। যার মধ্যে শিবপুরের অবস্থা সবচেয়ে শোচনীয় এই মুহূর্তে, এমনটাই  অভিযোগ স্থানীয়দের। এক পলকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেল আস্ত লক্ষ্মী মন্দির। তারপর থেকেই রাক্ষুসে গঙ্গা নতুন করে এলাকায় ঢুকতে শুরু করেছে।  ঐ লক্ষ্মী মন্দিরটি এলাকার একমাত্র পূজার্চনার জায়গা। কিন্তু এক নিমেষে গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভাঙ্গন শুরু হতেই আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বহরমপুরে একটি প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধ নিয়ে নানান কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি এলাকার বিধায়কদের গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে বসতবাড়ি গুলি সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো প্রতিকার এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে দাবি গ্রামবাসীদের।
 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর