হলদিয়া পেট্রোকেমিক্যালে ন্যাপথা স্টোরেজ ট্যাঙ্কে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে সেখানে। সূত্রের খবর, ওখানে শাটডাউনের কাজ চলছিল। ১ আগস্ট থেকে পেট্রোকেমিক্যালে সমস্ত ইউনিট শাটডাউন করা হয়েছে। প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করছে। ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে ১০০ মিটার দূরে রয়েছে ওই ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে কত পরিমান ন্যাপথা ছিল তা এখনও জানা যায়নি। বিধংসী আগুনে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। কারখানার দমকলের আধিকারিক ও হলদিয়া মহকুমা দমকল দপ্তরের আধিকারিকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
হলদিয়া পেট্রোকেমিক্যালে ন্যাপথা স্টোরেজ ট্যাঙ্কে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে সেখানে। সূত্রের খবর, ওখানে শাটডাউনের কাজ চলছিল। ১ আগস্ট থেকে পেট্রোকেমিক্যালে সমস্ত ইউনিট শাটডাউন করা হয়েছে। প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করছে। ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে ১০০ মিটার দূরে রয়েছে ওই ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে কত পরিমান ন্যাপথা ছিল তা এখনও জানা যায়নি। বিধংসী আগুনে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। কারখানার দমকলের আধিকারিক ও হলদিয়া মহকুমা দমকল দপ্তরের আধিকারিকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।