খড়্গপুরে রেলের ওয়ার্কশপে বিধ্বংসী আগুন। ট্রেনের কামরা মেরামত করার সময় আচমকা আগুন লেগে যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্কশপে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
খড়্গপুর ওয়ার্কশপে ট্রেনের কামরা মেরামত করার সময় আচমকা আগুন লেগে যায় মঙ্গলবার। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্কশপের ক্যারেজ ডিপার্টমেন্টে। ওয়ার্কশপের সিডাব্লুএম আধিকারিক জানিয়েছেন, 'গ্যাস কাটার থেকে কাজ করার সময় আগুন লেগে যায় ওই ট্রেনের কামরাতে।' আগুনের জেরে কোনো ক্ষয়ক্ষতির কোন খবর নেই। খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে রেল।