টিএমসি-র লোকেরা দলে দলে বিজেপি-তে যোগ দিচ্ছেন, মমতাকে আবার তোপ দিলীপের

swaralipi dasgupta | Jun 06 2019, 06:28 PM IST
  • নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন।
  • তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন।
  • তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। 

নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন। তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। তাঁরা অপরাধবোধ ও গ্লানিতে ভুগছিলেন। এবার তাঁরা বিকল্প খুঁজে পেয়েছেন। বিজেপিতে আসছেন। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরচুর হো যায়েগা মন্তব্য নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন কে চুরচুর হচ্ছে তা তো দেখাই যাচ্ছে। দলে দলে লোক এসে যোগ দিচ্ছেন। তবে কে বা কারা যোগ দিতে পারেন সে ব্যাপারে কিছু বলেননি দিলীপ ঘোষ। 

এদিন জয় শ্রীরাম প্রসঙ্গেও জিজ্ঞাসা করা বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, জয় শ্রীরামের কোনও বিকল্প হয়না। কেউ জয় হিন্দ বলুক তাতে আমাদের আপত্তি নেই। জয় শ্রীরাম সাধারণ মানুষ বলছে। যাঁরা জয় শ্রীরাম বলছেন, তাঁরা সবাই বিজেপি নন, এটা সাধারণ মানুষের উচ্ছাস। 

10:23যেন ঘরের ছেলে! মুর্শিদাবাদে শুভেন্দুতেই ভরসা, কি হল দেখুন | Suvendu Adhikari | Murshidabad News10:22Suvendu Adhikari : যেন ঘরের ছেলে! মুর্শিদাবাদে শুভেন্দুতেই ভরসা, কি হল দেখুন06:47'ভাইয়ের আত্মবলিদানের বদলা নেব', হুঙ্কার ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখের04:15Jammu Pahalgam Attack Updates: ‘পাকিস্তান নয় ভারতই আমাদের দেশ!’ পহেলগাঁও হামলার পর উদ্বেগে ভিসায় থাকা পাকিস্তানিরা!05:49Kashmir Pahalgam Attack Update: পাক মদতপুষ্ট সন্ত্রাসের শেষ হল শুরু! অ্যাকশান মুডে মোদী , পহেলগাঁও কাণ্ডের পর ভারতের পাল্টা হানা!05:46Kashmir Pahalgam Terror Attack Protest: স্কুলের বই ফেলে হাতে প্রতিবাদের বার্তা! পহেলগাঁও হামলায় তীব্র ক্ষোভ জম্মু-কাশ্মীরের ছাত্রীদের05:21Kashmir Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার জবাব শুরু! আকাশে রাফালে-সুখোই… শুরু হল ‘আক্রমণ’ যুদ্ধ মহড়া04:15Hooghly Latest News Today: ‘শুধু ছেলেটাকে ফিরিয়ে দিন!’ চোখের জলে বুক ভাসাচ্ছেন মা-স্ত্রী, পাকিস্তানে আটক বাংলার জাওয়ান09:37Kashmir Pahalgam Terror Attack: ‘আমরা ভগবানের নাম নিয়ে জঙ্গলে পালিয়ে যাই!’ পহেলগাঁওয়ের গা ছমছমে বিবরণ দিলেন প্রত্যক্ষদর্শীরা05:09Kashmir Pahalgam Terror Attack: ‘হিন্দু বলতেই চোখের সামনেই আমার স্বামীকে…!’ পহেলগাঁও হামলায় বিধ্বস্ত শুভমের স্ত্রী, জানালেন সেই মুহূর্ত