টিএমসি-র লোকেরা দলে দলে বিজেপি-তে যোগ দিচ্ছেন, মমতাকে আবার তোপ দিলীপের

swaralipi dasgupta | Jun 06 2019, 06:28 PM IST / Updated: Jun 06 2019, 06:28 PM IST
  • নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন।
  • তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন।
  • তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। 

নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন। তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। তাঁরা অপরাধবোধ ও গ্লানিতে ভুগছিলেন। এবার তাঁরা বিকল্প খুঁজে পেয়েছেন। বিজেপিতে আসছেন। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরচুর হো যায়েগা মন্তব্য নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন কে চুরচুর হচ্ছে তা তো দেখাই যাচ্ছে। দলে দলে লোক এসে যোগ দিচ্ছেন। তবে কে বা কারা যোগ দিতে পারেন সে ব্যাপারে কিছু বলেননি দিলীপ ঘোষ। 

এদিন জয় শ্রীরাম প্রসঙ্গেও জিজ্ঞাসা করা বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, জয় শ্রীরামের কোনও বিকল্প হয়না। কেউ জয় হিন্দ বলুক তাতে আমাদের আপত্তি নেই। জয় শ্রীরাম সাধারণ মানুষ বলছে। যাঁরা জয় শ্রীরাম বলছেন, তাঁরা সবাই বিজেপি নন, এটা সাধারণ মানুষের উচ্ছাস। 

03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে07:45'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর03:19South 24 Parganas News Today: সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও!02:15Bangladesh : শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা, দেখুন03:10'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে' বাংলাদেশকে ধুয়ে দিলেন লকেট01:56‘তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলের ধুয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী