শুক্রবার মেচেদা চা চক্রে দিলীপ ঘোষ। চা চক্রে চায়ে চুমুক দিতে দিতেই চলল আলোচনা। সেখান থেকে করোনা সতর্ক বার্তা দিলেন তিনি। জানালেন নতুন বছরের শুভেচ্ছা বার্তাও। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না। আরও একবার বললেন আমাদের লোকদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, দেশের মায়েদের ওপর অত্যাচার চলছে। এই সব আর বেশি দিন চলবে না বলেও তিনি জানালেন। অন্যান্য সব রাজনৈতিক দলের মতই তাদের ওপরও বিশ্বাস রাখার কথাও তিনি বললেন। সেখানে গিয়ে জগন্নাথের সামনে করলেন আরতি।