Foggy weather: সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকল রায়গঞ্জ

রাজ্যে জুড়ে কনকনে ঠান্ডা দাপট। ঠান্ডার সঙ্গেই ঘন কুয়াশায় ঢাকল চারপাশ। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জে। কুয়াশার জেরে যানবাহনও চলছিল ধীর গতিতে।
 

বুধবার সন্ধ্যা থেকেই কনকনে ঠান্ডার দাপট রায়গঞ্জের। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে রায়গঞ্জে। কুয়াশার জেরে পথে ঘাটে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। প্রতিটি যানবাহনকেই দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছে রেল ও সড়ক পথে যান চলাচল। সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি আকাশে। প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন পথ চলতি সাধারণ মানুষও।  প্রবল ঠান্ডা আর উত্তুরে হাওয়ার দাপটে নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষজন তেমন দেখা নেই। কুয়াশার কারনে দৃশ্যমানতা কমে যাওয়ায় জেলার ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। প্রসঙ্গত, রাজ্যে কুয়াশা হতে পারে সেকথা আবহাওয়া দফতর থেকে আগেই জানান হয়েছিল। সেই মতোই বুধবার একাধিক জায়গায় কুয়াশা দেখা যায়। বুধবারের পর বৃহস্পতিবারও দেখা গেল সেই একই ছবি। শুধু রায়গঞ্জেই নয় একাদিক জায়গায় দেখা গিয়েছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর