আফগানিস্তানের থেকে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট আমদানি করে ভারত। ড্রাই ফ্রুটস আমদানীতেই এখন ভাটা। আফগানিস্তান তালিবানদের দখলে যেতেই বন্ধ ড্রাই ফ্রুটস আমদানী। লাফিয়ে দাম বাড়ছে এখন ড্রাই ফ্রুটস -এর। চিন্তায় এখন মাথায় হাত ড্রাই ফ্রুটস ক্রেতা থেকে বিক্রেতাদের। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। খুচরো দোকানদারেরা জানিয়েছেন, ৬০০/৭০০ টাকা কিলো দরের কাঠবাদামের দাম এখন দাঁড়িয়েছে হাজার টাকায়। দাম বেড়েছে কাজু-কিশমিশেরও।
আফগানিস্তানের থেকে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট আমদানি করে ভারত। ড্রাই ফ্রুটস আমদানীতেই এখন ভাটা। আফগানিস্তান তালিবানদের দখলে যেতেই বন্ধ ড্রাই ফ্রুটস আমদানী। লাফিয়ে দাম বাড়ছে এখন ড্রাই ফ্রুটস -এর। চিন্তায় এখন মাথায় হাত ড্রাই ফ্রুটস ক্রেতা থেকে বিক্রেতাদের। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। খুচরো দোকানদারেরা জানিয়েছেন, ৬০০-৭০০ টাকা কিলো দরের কাঠবাদামের দাম এখন দাঁড়িয়েছে হাজার টাকায়। দাম বেড়েছে কাজু-কিশমিশেরও।