সময়ের সঙ্গে হারিয়েছে রাজবাড়ির জৌলুস। আজও তবে নিষ্ঠার সঙ্গেই পুজিত হচ্ছেন মহিষাদল রাজবাড়ীর মা দূর্গা। ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে মহিষাদল রাজবাড়ির পুজো। শোনা যায়, রানি জানকীর আমলে শুরু হয় এই পুজো। আগে দুর্গা পুজোয় এখানে যাত্রাপালা হত বলেও শোনা যায়। মহিষাদল রাজবাড়িতে আগে কামান দেগে শুরু হত সন্ধিপুজো। সময়ের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে সেই নিয়মও। আগে মায়ের ভাসান হত রূপনারায়ণ নদীতে, এখন তা হয় রাজদিঘিতে। করোনা আবহে এখন তবে করোনা বিধি মেনেই পুজো হচ্ছে সেখানে।
সময়ের সঙ্গে হারিয়েছে রাজবাড়ির জৌলুস। আজও তবে নিষ্ঠার সঙ্গেই পুজিত হচ্ছেন মহিষাদল রাজবাড়ীর মা দূর্গা। ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে মহিষাদল রাজবাড়ির পুজো। শোনা যায়, রানি জানকীর আমলে শুরু হয় এই পুজো। আগে দুর্গা পুজোয় এখানে যাত্রাপালা হত বলেও শোনা যায়। মহিষাদল রাজবাড়িতে আগে কামান দেগে শুরু হত সন্ধিপুজো। সময়ের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে সেই নিয়মও। আগে মায়ের ভাসান হত রূপনারায়ণ নদীতে, এখন তা হয় রাজদিঘিতে। করোনা আবহে এখন তবে করোনা বিধি মেনেই পুজো হচ্ছে সেখানে।