তিনশো বছর পেরিয়ে চলছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পুজো। কৃষ্ণনগরে আজও একইরকম জৌলুস নিয়ে আয়োজন করা হয় পুজোর। রাজবাড়ির মা দুর্গা রাজরাজেশ্বরী মা নামেই খ্যাত কৃষ্ণনগরে। নবমীর সন্ধি পুজোয় ১০৮টি পদ্ম নিবেদন করা হয় মাকে। রাজবাড়ির প্রাচীন সব রীতি মেনেই আজও আয়োজন হয় পুজোর। সন্ধি পুজো চলাকালীন রাজপরিবারের বর্তমান বংশধররা রাজবাড়িতে উপস্থিত থাকেন।