শনিবার রাতে হাতির হামলায় ২ জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ডুয়ার্সের মোরাঘাট ফরেস্ট রেঞ্জ। হাতির পালকে তাড়ানোর সময় বাড়ির বাইরে বেরিয়ে আসা রাজু ছেত্রী(২৪) নামে একজনকে আঁছড়ে মারে একটি দাঁতাল । হাতির পালকে তাড়ানোর জন্য বাজি, পটকা ফাটাচ্ছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ওই সময়েই গরমে বাড়ির বাইরে রাস্তার ধারে বসে ছিলেন উজ্জ্বল মোহন্ত(৪০) নামে আর এক ব্যক্তি। স্থানীয় মানুষের তাড়া খেয়ে পালানোর সময়ে একটি হাতির সামনে পড়ে যান উজ্জ্বলবাবু। তাঁকেও শুঁড়ে পেঁচিয়ে আঁছড়ে মারে একটি হাতি।রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত এগারোটা নাগাদ মোরাঘাটের জঙ্গল থেকে বেরিয়ে গয়েরকাটা চা বাগান হয়ে হাতিগুলি উল্টো দিকের জঙ্গলে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরাঘাট ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসলে স্থানীয় উত্তেজিত জনতা বনকর্মীদের ঘেরাও করে। মোরাঘাট রেঞ্জে গিয়ে বন দফতরের ৪টি বিভিন্ন গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে বানারহাট থানা থেকে পুলিশ আসে। রবিবার মৃতদেহ বাড়িতে ফিরে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হবার আশঙ্কায় মোরাঘাট রেঞ্জ পাহাড়া দিচ্ছে র্যাফের জওয়ানেরা। এলাকায় উত্তেজনা রয়েছে।