ফের দাঁতালের হামলায় আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরে। শনিবার রাতে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর, মনিদহ-সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে মোট আটটি বাড়িতে ভাঙচুর করেছে একটি দাঁতাল৷ হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে জখম হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। রাতেই গ্রামবাসীদের তাড়া খেয়ে নদী পেরিয়ে হাতিটি ফেরত যায় জঙ্গলে।
মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁদড়ারেঞ্জ এলাকায় জঙ্গলে বেশ কয়েকটি হাতি স্থায়ীভাবে বসবাস করে। তার মধ্যেই একটি হাতি শনিবার রাতে কংসাবতী নদী পেরিয়ে গ্রামগুলিতে হামলা চালায়।
প্রথমে মনিদহ হামলা চালানোর পরে তাড়া খেয়ে হাতিটি এনায়েতপুর গ্রামে ঢুকে পড়ে। সেখানে পর পর চারটি বাড়ি ভাঙচুর করে সে। গ্রামের বাসিন্দা অমল দোলুই স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হাতির হামলায় বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে ওই পরিবারটি। কোনওভাবে সবাইকে উদ্ধার করে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন অমলবাবু। পাশেই রাজেশ দোলুই,বিশ্বজিৎ দোলুইদের বাড়িতেও এর পরে ভাঙচুর করে হাতিটি। পরে গ্রামবাসীরা তাড়া করে হাতিটিকে গ্রাম থেকে বের করে দেন। বন দফতরের কর্তারা মনে করছেন, জঙ্গলে খাবারে টান পড়াতেই লোকালয়ে হানা দিয়েছে হাতিটি। হাতির হামলা আতঙ্কিত গ্রামবাসীরা।